‘মন্ত্রী’দের শপথ বাক্য পাঠ করালেন আফজাল হোসেন

বিনোদন ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে গঠিত হলো ‘মিনিস্ট্রি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেল ১২ ‘মন্ত্রী’র শপথ আনুষ্ঠানিকতাও। বাকি শুধু জনগণের মাঝে ভালবাসার গল্প ছড়িয়ে দেওয়া। না, কোনও রাজইৈতোক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধায়নে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। ওই নির্মাতাদের শপথ করান অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী আফজাল হোসেন। অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘প্রেসিডেন্ট অব লাভ’ হিসেবে। মঞ্চে এসে তিনি বলেন, ‘আমি অভিনয়জীবনের শুরু থেকেই একটা কথা শুনতাম, প্রেমের গল্পের মুল্য নেই। কিন্তু এখন দেখছি দেশের সেরা ১২ জন নির্মাতা প্রেমের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছে। এটা ভালো লাগছে’।
ভালবাসার গল্পে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করবেন ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ এবং ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগেমি’, রবিউল আলম রবি নির্মাণ করবেন ‘ফরগেট মি নট’, শিহাব শাহীন ‘কাছের মানুষ দূরে থুইয়া’, রেদওয়ান রনি ‘উঁকি’, আশফাক নিপুন ‘ উই নিড টু টক’, আবু শাহেদ ইমন ‘অবনী’, ‘মুহাব্বাত’ রায়হান রাফী, ‘৫০/৫০’ রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত, ‘জুঁই’ আরিফুর রহমান, রেজাউর রাহমান ‘৩৬-২৪-৩৬’, ‘সোলডার ম্যান’ পরিচালনা করবেন অনম বিশ্বাস।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের নেতৃত্বে থাকা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের গল্প হারিয়ে যেতে পারে না। অনেকে প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে নির্মাণে এসেছেন।এই ১২টি সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, বিচিত্র সব রূপ এবং বৈচিত্র্যময় সব অনুভূতির গল্প।
অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে বক্তব্য দেন চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।
২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।

ডিসি/এসআইকে/এমএসএ