ব্যতিক্রমী উদ্যোগ ব্যবসায়ী বিপ্লবের

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
করোনা মহামারির এ সময়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, পিপিই ও মাস্ক বিতরণ, মসজিদের ইমাম, মন্দিরের সেবায়েতদের জন্য বিশেষ উপহার, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য পবিত্র মাহে রমজানের উপহারের মত মানবিক কাজের পর এবার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ’র (ঢাকা-কলকাতা) ডিএমডি মো. মেহেদি হাসান বিপ্লব। মহামারির এ সময়ে খাদ্য সংকট দূর করতে তিনি বালুটিলা এবং পার্শ্ববর্তী বাগানবাজার ইউপির উদায়পাথর এলাকার অনাবাদী জমিতে স্হানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শাক-সবজি চাষের পরিকল্পনা হাতে নিয়েছেন। এলাকার অনেকেই তাদের জমি স্বল্প সময়ে সবজি উৎপাদনের জন্য ব্যবহার করার সম্মতি দিয়েছেন।
ব্যবসায়ী মেহেদি হাসানের নিজ খরচে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে গরিব এবং কর্মহীন কৃষকদেরকে এতে সম্পৃক্ত করা হবে বলে জানা গেছে। তিনি জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে এলাকায় খাদ্য সংকট দেখা দিতে পারে। বিশেষ করে শাক-সবজির। সেজন্য নতুন এ উদ্যোগটি নেয়া হয়েছে। উৎপাদিত শাক সবজি স্হানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

ডিসি/এসআইকে/এমজেইউ