ফটিকছড়িতে ৪ হাজার নারীর মাঝে বীজ বিতরণ

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
করোনা পরিস্থিতিতে খাদ্য ঘাটতি মোকাবেলায় বসতবাড়ির আঙ্গিনায় পতিত জায়গায়/জমিতে শাক-সবজির বীজ রোপণের জন্য ফটিকছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪ হাজার নারীর মাঝে বীজ বিতরণ করা হয়েছে।  গত বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদের মাঠে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সায়েদুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ হাজার পরিবারের নারীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমজেইউ