পাঁচ তারকা হোটেল হচ্ছে নীলগিরিতে

বান্দরবান জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সৌন্দর্যে ঘেরা বান্দরবানের নীলগিরিতে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক।  এরইমধ্যে শুরু হয়েছে নির্মাণ কাজ।  ‘ম্যারিয়ট’ নামের এ হোটেলের মূল ভবনের সঙ্গে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের সুবিধায় থাকছে ১২টি ভিলা ও আধুনিক কেবল কার।
সিকদার গ্রুপের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ডিভিশন, ৬৯তম ব্রিগেড সেনা কল্যাণ ট্রাস্ট এবং আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  নীলগিরির চারদিকে পাহাড় ঘেরা এলাকায় ৩৫ বছরের চুক্তির আওতায় হোটেলটি নির্মাণ করছে সেনা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেড।  প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এটি।
ম্যারিয়ট হোটেলের অবস্থান বান্দরবান জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চিম্বুক-থানচি সড়কের পাশে।  হোটেলের মূল ভবনের সঙ্গে পর্যটকদের জন্য ১২টি ভিলা, আধুনিক কেবল কারের পাশাপাশি থাকছে রাইড ও সুইমিং পুলসহ বিনোদনমূলক নানা ব্যবস্থা।

ডিসি/এসআইকে/এসপিআর