ফটিকছড়িতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রবি/২০২০-২১ মৌসুমে বোরো ধান (হাইব্রিড), গম, ভুট্টা, চীনাবাদাম, সরিষা, ও শীতকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথে’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস মহিলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহিন, ফটিকছড়ির সুন্দরপুর ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ, কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম ও উপজেলার প্রান্তিক কৃষকবৃন্দ।
কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ দৈনিক চট্টগ্রামকে বলেন, দেশের করোনা ভাইরাসজনিত রোগের বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন- কোনো কৃষি জমি পতিত না রেখে দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখার।  আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।  চলমান সেচ, সার, বালাইনাশক সরবরাহ অব্যাহত রাখা, শ্রমিক সংকট কাটিয়ে ওঠার জন্য কৃষির যান্ত্রীকিকরণ, পুকুরপাড় ও রাস্তার পাশে সবজি চাষ, বসতবাড়ির আঙ্গিনায় ও আশেপাশে সম্ভাবনা স্থানে পেয়ারা, লেবু, পেঁপে ও অন্যান্য ফল চাষ করতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।  তিনি আরো বলেন, রবি/২০২০-২১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফটিকছড়িতে ৩৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমজেইউ