চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নতুন দুই জাহাজ উদ্বোধন বৃহস্পতিবার

সন্দ্বীপ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে যাত্রী পারাপারের জন্য দুটি জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’ প্রস্তুত করেছে বিআইডাব্লিউটিসি।
বৃহস্পতিবার (৫ মে) গণভবন থেকে ভার্চুয়ালি জাহাজ দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার চারটি মেরিন একাডেমি, পায়রা বন্দর পুনর্বাসন প্রকল্পের ৫০০টি বাড়ি, বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজার ও ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, একটি প্রশিক্ষণ, একটি বিশেষ পরিদর্শন জাহাজ এবং একটি ড্রেজার বেইজ, বিআইডব্লিউটিসি’র দুটি যাত্রিবাহী জাহাজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জাহাজ দুটি চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপ গুপ্তছড়া রুট ও চট্টগ্রাম-সন্দ্বীপ হাতিয়া-বরিশাল রুটে চলাচল করবে।  জাহাজ দুটি বছরে ৬ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিসি/এসআইকে/আরএআর