কক্সবাজার রেলপথের প্রায় ৫০ ভাগ কাজ শেষ : রেলমন্ত্রী

কক্সবাজার রেল স্টেশন।

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু হয়ে ঘুমধুম পর্যন্ত প্রায় ১২৮ কিলোমিটার রেললাইন নির্মাণকাজের প্রায় ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। আগামি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দোহাজারী-ঘুমধুম রেললাইন বদলে দেবে স্থানীয়দের জীবনমান। প্রথমে এই প্রকল্পের ব্যয় ১৮ হাজার কোটি টাকা থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকায়। এই প্রকল্পে যাত্রী ওঠা নামার জন্য নির্মাণ করা হবে ৯টি স্টেশন। এসব স্টেশন নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০১ কিলোমিটার লাইন নির্মাণ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দ্বিতীয় পর্যায়ে রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য আরো ৩৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং শিগগিরই ঘুমধুম পর্যন্ত রেললাইনের কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হেলাল উদ্দিনসহ অনেকে।

ডিসি/এসআইকে/এফআরইউ