এক টানেই ৩০০ মণ মাছ ধরা পড়লো কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলের এক জেলের টানা জালে ছোট, বড় ৩০০ মণ মাছ আটকা পড়েছে।  এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের কাছে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছেন।
সোমবার (১০ জানুয়ারি) সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকতে মাঝের পাড়ার মো. কলিম উল্লাহর জালে এসব মাছগুলো ধরা পড়ে।
স্থানীয়রা জানান, উপকূলের এক জেলের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩০০ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে।  পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীগুলো পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে।  এতে করে জালের মালিক ও জেলে সহ লাভবান হচ্ছেন মৎস সংশ্লিষ্ট উপকূলবাসী।
শাহপরীরদ্বীপ টানা জালে মাছ আটকা পড়া জেলে মো. কলিম উল্লাহ বলেন, আমার এক জালে আটকা পড়া মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছি।  গতকালকেও ৪ লাখ টাকার মাছ পেয়েছি।  অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমানে মাছ পড়তেছে।  প্রতিদিন প্রচুর পরিমানের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে। 

ডিসি/এসআইকে/এফআরইউ