সাজেক ভ্রমণে রাষ্ট্রপতি : প্রশাসন বলছে কটেজ খোলা থাকবে, মালিকরা বলছেন বন্ধ

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দেশের অন্যতম পর্যটন নগরী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্রমণে তিনদিনের অবকাশ যাপনে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  তাঁর এই সফর উপলক্ষে সাজেকের সকল পর্যটন স্পট, রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।  সেই সিদ্ধান্তের আলোকে কটেজ/রিসোর্ট মালিক সমিতি সাজেকে আগামি ৯-১৪ মে পর্যন্তসকল রিসোর্ট/কজেট বন্ধ রাখার ঘোষণা দেয়।  রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ৬ দিন সাজেকের সকল রিসোর্ট/কটেজ বন্ধ রাখার বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে নেতিবাচক মনোভাব প্রকাশ করে পর্যটক মহল।  প্রশাসনও বিষয়টি স্বীকার করে।  পরে সমালোচনার সৃষ্টি হলে প্রশাসন থেকে বিভ্রান্তি দূর করে জানানো হয়, সাজেকের সকল রিসোর্ট/কটেজ খোলা থাকবে।  রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুক করা হবে- এটাই ছিল প্রকৃত সিদ্ধান্ত।
এদিকে জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আগামি ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত অর্থাৎ তিনদিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবকাশ যাপন করবেন রাষ্ট্রপতি।  রাষ্ট্রপতির সফরে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সাজেকে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কটেজ মালিকপক্ষের নেতারা অংশ নিয়েছেন।  রাষ্ট্রপতি অবস্থানকালে সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।  এদিকে বৈঠকের পর সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়- রাষ্ট্রপতি আবদুল হামিদের সফরকালে সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখা হবে।  এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে সংগঠনটি।
সংগঠনটির ফেজবুক পেজে দেওয়া মালিকপক্ষের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো-‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের সাজেক সফর উপলক্ষে আগামি ০৯-০৫-২০২২ থেকে ১৪-০৫-২০২২ ইং তারিখ পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে।  সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার নির্দেশক্রমে অনুরোধ করা হল।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, রাষ্ট্রপতির ভ্রমণে নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে জেলা প্রশাসনের অনুরোধে আগামি ০৯ মে থেকে ১৪মে পর্যন্ত সব কটেজ ছয়দিন বন্ধ রাখা হবে।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকের কোনো রিসোর্ট বন্ধ থাকবে না।  তাঁর সফর সঙ্গীর জন্য কিছু রিসোর্ট বুকিং রাখতে সাজেক কটেজ মালিক সমিতিকে বলা হয়েছে।  তিনি আক্ষেপের সঙ্গে বলেন, অনেকে না বুঝে বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন।  তবে রাষ্ট্রপতির সফরকালে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার থাকবে।

স্থানীয় এক রিসোর্ট ব্যবসায়ী দৈনিক চট্টগ্রামকে জানান, প্রশাসনের নির্দেশেই ৬ দিন রিসোর্ট/কটেজ বন্ধের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।  এখন ঈদের সিজন।  ব্যবসার সময়। এই সময় রিসোর্ট-কটেজ বন্ধ রাখা ক্ষতির বিষয়।  তারপরও প্রশাসন না চাইলেতো আমরা করতে পারবো না।  তিনি বলেন, এখন প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে যে, রিসোর্ট/কটেজ খোলা থাকবে।  মাননীয় রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং থাকবে।  তবে, আমি মনে করি রাষ্ট্রপতি থাকা অবস্থায় পর্যটকেরা এখানে এসে নিজেদের মতো ভ্রমণ করতে পারবেন না- এটা বাস্তবিক বিষয়।  সুতরাং রিসোর্ট/কজেট আমরা বন্ধই রাখছি।

ডিসি/এসআইকে/এমএ