পদ্মা সেতুতেই সেজেছে জনসভার মঞ্চ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
রাত পোহালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ।  সেতুর উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আর সেখানেই পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ।  মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসছে বিশালাকৃতির নৌকা।
শুক্রবার (২৪ জুন) জনসভাস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ শেষ।  চলছে সাজসজ্জার কার্যক্রম।  নেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের কড়া নিরাপত্তা।
সেতু উদ্বোধন উপলক্ষে এবারের জনসভাও আনা হয়েছে বেশ নতুনত্ব।  প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য দেবেন— মঞ্চ ঘেঁষেই সামনে তৈরি করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’।  সামনেই তৈরি করা হয়েছে অস্থায়ী লেক।  লেকে ভাসছে বিশালাকৃতির নৌকা।
সরেজমিনে দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ শেষ।  এখন চলছে সাজগোজের কাজ।  জনসভা ঘিরে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জার কাজ করছেন শ্রমিকেরা।  সভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  বিশাল এ আয়োজন ঘিরে পদ্মা পাড়ের মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ১০ লাখ মানুষের সমাগম হবে।  সভাস্থলে ৫০০ অস্থায়ী শৌচাগার, ভিআইপিদের জন্য আরও ২২টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ৩টি ভ্রাম্যমাণ হাসপাতাল, নারীদের আলাদা বসার ব্যবস্থা, প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের সভাস্থলে দূরের দর্শনার্থীদের জন্য ২৬টি এলইডি মনিটর, ৫০০ মাইকের ব্যবস্থা রাখা হয়েছে।  এ ছাড়া নদীপথে আসা মানুষের জন্য ২০টি পন্টুন তৈরি করা হচ্ছে।

ডিসি/এসআইকে/এমএসএ