মিরসরাইয়ে প্রতি ঘন্টায় লোডশেডিংয়ের চিন্তা

উত্তর চট্টগ্রাম ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করেছে বিদ্যুৎ বিভাগ।  জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় লোডশেডিংয়ের এই পরিকল্পনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।  এই বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক নূর মোহাম্মদ আজম মজুমদার জানান, কেবল চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হলে তখনই কেবল এই পরিকল্পনা অনুসরণ করে লোড ম্যানেজমেন্ট করা হবে।  সরবরাহ ঠিক থাকলে সব উপকেন্দ্রের সব ফিডার একসঙ্গে চালু থাকবে।  তিনি বলেন, ‘ঈদের পর থেকে আমাদের এখানে লোডশেডিং হয়নি।  পরিকল্পনাটি সরকারি নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।  এটা শুধু জনসাধারণকে আগে থেকেই জানিয়ে রাখা।  বিষয়টা এমন না যে সব সময় এটা চলবে, কেবল যখন চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হবে তখনই এটা অনুসরণ করা হবে।  যেমন এখন আমাদের সরবরাহ স্বাভাবিক, সাধারণত আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীনস্ত জায়গায় বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট।  গতকাল প্রায় ৫৩ মেগাওয়াটে গেছে, তবু স্বাভাবিক ছিল, সরবরাহ ঠিক ছিল’।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীনে মিরসরাই, সীতাকুণ্ডু ও হাটহাজারীর কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এমন লোডশেডিং পরিকল্পনার বিষয়ে মিরসরাই উপজেলা বারৈয়ারহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘ঈদের আগে অসহ্য লোডশেডিং ছিল।  এখন কিছুটা শান্তি আছে। এখন যদি এক ঘণ্টা পরপর লোডশেডিং দেয়, তাহলে তো ব্যবসা দূরে যাক, জানই বের হয়ে যাবে’।

ডিসি/এসআইকে/এমএসএ