মাসে ২৫ হাজার টাকা মজুরি চায় গার্মেন্ট শ্রমিক সংহতি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৫ হাজার নিশ্চিত করে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
রবিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতিকে যারা সচল রাখে, সেই সব কৃষক, শ্রমিক মেহনতি মানুষের পেটে আজ ভাত নেই। পোশাক শ্রমিকদের বেতন মাত্র ৮ হাজার টাকা। গত ৫ বছর ধরে তারা এই বেতনে জীবনযাপন করছেন। অথচ এই সময়ে চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। ফলে মাছ, মাংস, ফলের মতো পুষ্টিকর খাদ্য তাদের ভাগ্যে জোটে না। তাদের বেঁচে থাকাই এখন মুশকিলের।
তারা বলেন, আজ ৬০ টাকার নিচে কোনো চাল নেই। ডালের দাম ১২০ টাকার উপরে। তেলের দাম ২০০ টাকায় গিয়ে ঠেকেছে। অথচ একজন শ্রমিকের বেতন মাত্র ৮ হাজার টাকা। এই টাকা দিয়েই তাকে বাড়ি ভাড়া, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ, খাবার খরচসহ অন্যান্য খরচন বহন করতে হয়।
গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা আরও বলেন, দেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে। যাদের শ্রমের বিনিময়ে এই অর্জন, তারাই আজ সবচেয়ে নিগৃহীত। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করে নতুন মজুরি বোর্ড গঠন করে তাদের বাঁচার উদ্যোগ নিন। মনে রাখবেন, শ্রমিক বাঁচলে, দেশ বাঁচবে। শ্রমিক না বাঁচলে, দেশও বাঁচবে না।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপদেষ্টা জুলহাস নাঈন বাবু, আশুলিয়া শাখার আহ্বায়ক জিহাদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে মিছিল নিয়ে যান সংগঠনটির নেতারা।

ডিসি/এসআইকে/এমএসএ