সন্দ্বীপ পাবলিক সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভের উদ্যোগে বৃত্তি প্রদান

সন্দ্বীপ প্রতিনিধি >>>
এ যেন হারামিয়া, মগধরা ও মুছাপুর- তিনটি ইউনিয়নের মিলনমেলা! গুপ্তছড়া বাজারস্থ সমবায় প্রতিষ্ঠান পাবলিক সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানটি এই মিলনমেলায় পরিণত হয়। ‘উৎসাহে উদ্যমে উপকৃত জনগণ’ স্লোগানে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে প্রতিষ্ঠানের সদস্য মাওলানা মো. আবদুর জব্বার মহাগ্রন্থ আল-কোরআন থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মাস্টার শামসুল আলম। প্রতিষ্ঠানের সদস্য মাস্টার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় পরিদর্শক গোলাম রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার ও সংস্কৃতিসেবী কাজী শামসুল আহসান খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম টিটু এবং সোনালী ব্যাংক সন্দ্বীপের সিনিয়র অফিসার সালাউদ্দীন চৌধুরী প্রমুখ।
আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাস্টার মাঈনুদ্দীন, মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার নুরজ্জামান কামাল, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. তাজুল ইসলাম, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পাবলিক সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর নির্বাহী পরিচালক কাজী রকীবুল আহসান ও প্রতিষ্ঠানের সহ-সভাপতি মারজান বেগম মুক্তা, ব্যবস্থাপক মো. ইকবাল হোসাইন, অফিসার মাসুদ উদ্দিন, ইলিয়াছ সুমন ও মো. সজিব প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাজনীন সুলতানা হাসি ও জান্নাতুল ফেরদৌস তুর্ণা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক, প্রতিবেশীসহ সমাজ সহায়ক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। সন্দ্বীপে শিক্ষার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা সহায়ক পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে পাবলিক সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ফলে সন্দ্বীপের পূর্ব অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে নবদিগন্তের সূচনা হতে চলেছে।
অনুষ্ঠানে ২০১৮ সালে ৫ম ও ৮ম শ্রেণি থেকে সরকারি বৃত্তিপ্রাপ্ত ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মগধরা, হারামিয়া ও মুছাপুর এর আশেপাশের এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নগদ বৃত্তির টাকা, সন্দ্বীপের লোকসাহিত্য ও শিক্ষাসনদ প্রদান করা হয়।

ডিসি/এসআইকে/এমআইএইচ