কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা প্রতিনিধি >>>
বৃহত্তর কুমিল্লা জেলার মুরাদ নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৫ এপ্রিল) ভোর পাঁচটার দিকে জেলার মুরাদনগর থানার অন্তর্গত রামচন্দ্রপুর বাজারের মিষ্টি পট্টিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক টীম দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় সব দোকান পুড়ে যায়।
আগুনে এখানকার অধিকাংশ পাইকারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। ২৫ থেকে ৩০ টি দোকান আগুনে পুড়েছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানে ৫০ লক্ষ থেকে কোটি টাকার পণ্যসামগ্রী ছিল। সবশেষ হয়ে গেছে। তারা জানান, এই ঘটনায় প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অনেকে বলেন, প্রথমে একটি ব্যাকারি থেকে আগুনের সূত্রপাত দেখা গেছে।

ডিসি/এসআইকে/আইএআর