মানিকছড়িতে মেয়াদোত্তীর্ণ চাউল জব্দ, জেল-জরিমানা

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ‘রহমানিয়া অটো রাইচ মিল’ থেকে মেয়াদোত্তীর্ণ চাউল আটকের ঘটনায় কর্মচারীর ১ বছরের জেল ও ৪ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ‘রহমানিয়া অটো রাইচ মিলে’ মেয়াদোত্তীর্ণ চাউল রিফাইনিং করে বাজারজাত করার গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১২ এপ্রিল) সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও তামান্না মাহমুদ। এ সময় তিনি চট্টগ্রাম থেকে আনা ৩০০ বস্তা ‘নন-বাঁশমতি
পারি’ চাউলভর্তি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৫৪৩২) থেকে চাউল আন-লোড করাবস্থায় আটক করেন। চাউলের বস্তার উপরে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল ডিসেম্বর- ২০১৯। ‘রহমানিয়া রাইচ মিল’ এর মালিক উক্ত চাউল চট্টগ্রামের জনৈক পারভেজ এর কাছ থেকে বস্তা প্রতি (৫০ কেজি) ১৪৫০ টাকা হারে ক্রয় করে বলে দোকানের কর্মচারীরা ইউএনওকে তথ্য দেয়।। পরে তা রিফাইনিং করে নতুন বস্তায় ভরে চড়া দামে বাজারজাত করেন। আটক ৩০০ বস্তায় ১ হাজার ৫০০ কেজি চাউল রয়েছে। উক্ত চাউল আটকের পর উপজেলা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা ও স্যানেটারী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চাউল পুলিশ হেফাজতে রেখে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তামান্না মাহমুদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘রহমানিয়া অটো রাইস মিল’র কর্মচারী মো. হোসেন (৩০) কে ১ বছরের জেল ও ৪ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন।
পরে জব্দ চাউল পরবর্তী নিদের্শনার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

ডিসি/এসআইকে/এমজেএইচ