শপথ নিয়েছেন কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির ন্যাশনাল গার্ডের ডেপুটি প্রধান শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-শাবাহ।  গতকাল বুধবার (০৭ অক্টোবর) দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-শাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে তার নাম ঘোষণা করেন।  বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তিনি শপথ গ্রহণ করেন।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) কুয়েতের পার্লামেন্টে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মেশালের পক্ষে সর্বসম্মতভাবে ভোট সম্পন্ন হয়।  ভোট শেষে পার্লামেন্টে প্রবেশ করেন শেখ মেশাল।  এরপর নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহর সামনে শপথ গ্রহণ করেন তিনি।
টেলিভিশনে দেয়া এক ভাষণে শেখ মেশাল বলেন, শান্তি ও গণতন্ত্রের পথে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে ধরে রাখবে কুয়েত।
এর আগে, গত সপ্তাহে কুয়েতের সর্বশেষ আমির শেখ শাবাহ আল-আহমাদের মৃত্যুর পর দেশটির নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন শেখ নওয়াফ।  এরপরই তার স্থানে শেখ মেশালের নাম ঘোষণা দেন তিনি। সূত্র- আল জাজিরা

ডিসি/এসআইকে/এমএসএ