খাঁচা ভেঙে পালিয়েছে চিতাবাঘ!

ছবি সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালিয়ে যায় একটি চিতাবাঘ। এ ঘটনায় চিড়িয়াখার আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি চিড়িয়াখানা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) নিখোঁজ হয় চিতাবাঘটি। এ খবর ছড়িয়ে পড়লে ঝাড়গ্রাম শহর এবং তার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টা পর সন্ধান মেলে চিতাবাঘটির।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, চিড়িয়াখানার জঙ্গলেই লুকিয়ে ছিল। সন্ধান পাওয়ার এক ঘণ্টার মধ্যে তাকে বন্দী করা হয়। ঝাড়গ্রামের ওই চিড়িয়াখানায় দুটি চিতাবাঘ ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে একটি চিতাবাঘ খাঁচা থেকে পালিয়ে যায়।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্য প্রাণ) দেবল রায় বলেন, ‘চিতাবাঘটির খাঁচা মেরামতের কাজ চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেরামতের ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়’।
তিনি জানান, ওই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সাবধান করে দেওয়া হয়। তখন বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বন দপ্তর জানায়, চিতাবাঘের খোঁজ পাওয়ায় স্বস্তি ফেরে ঝাড়গ্রামবাসীর। জঙ্গলে লুকিয়ে থাকা চিতাবাঘকে প্রথমে গুলি করে ঘুম পাড়ানো হয়। এরপর খাঁচাবন্দী করা হয়।
চিতাবাঘটিকে উদ্ধারের বিষয়ে বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, চিড়িয়াখানার ভিতরেই ছিল চিতাবাঘটি।

ডিসি/এসআইকে/এমএসএ