ভারতে মুসলিমদের জন্মহার কমছে

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
ভারতে মুসলিমদের মধ্যে জন্মহার কমেছে। যদিও দেশের প্রজনন হারে মুসলিমরা অন্য যে কারও থেকে এগিয়ে। কিন্তু আমেরিকার দিউ রিসার্চ সেন্টার তাদের সাম্প্রতিক সমীক্ষায় জানিয়েছে, সচেতনতা বৃদ্ধি ভারতের মুসলিমদের মধ্যে প্রজনন হার ও জন্মহার কমিয়েছে। শুধু, তাই নয় হিন্দুদের সঙ্গে তাদের ব্যবধানও কমে এসেছে। দিউ সেন্টার ১৯৫১ সালটিকে তাদের গবেষণার একটি ভিত্তিবর্ষ ধরে জানাচ্ছে সেই সময় ভারতের মুসলিমরা প্রজনন হারে হিন্দুদের থেকে অনেকটাই এগিয়েছিল। এই ২০২১ সালে ব্যবধান কমে এসেছে। ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মুসলিমদের জন্মহার ৪.৪ শতাংশ থেকে ২.৬ শতাংশে নেমে এসেছে। সেখানে হিন্দুদের জন্মহার ৩.৩ শতাংশ থেকে ২.১ শতাংশে নেমেছে।
অর্থাৎ, এই পরিসংখ্যান বলে দিচ্ছে প্রজনন হারে ব্যবধান কতটা কমেছে। সচেতনতা বৃদ্ধি, বহুবিবাহে অনীহা এবং বিনোদনের মাল্টিস্কোপ এই প্রজনন ও জন্মহার কমিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের মুসলিম সম্প্রদায়ের তরুণ-তরুণীরা অনেক বেশি সচেতন। অর্থনৈতিক কারণেই তাঁরা বেশি সন্তান চান না। এটাও জন্মহার কমার কারণ বলে মনে করা হচ্ছে।

ডিসি/এসআইকে/এমএসএ