যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুরু

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দেশটির পূর্ব উপকূলে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা। ভোটারদের ভোটদানই কংগ্রেসের ভাগ্য নির্ধারণ করতে সহায়তা করবে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং ১০০ সিনেট আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে।
বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভস নিয়ন্ত্রণ করবে রিপাবলিকানরা। তবে সিনেটের ভাগ্য এখন তীব্র জল্পনার মধ্যে রয়েছে। নির্বাচনের আগের দিনে বিভিন্ন প্রার্থীদের মধ্যে কাছাকাছি প্রতিযোগিতা আঁচ করা গেছে।
পেনসিলভেনিয়ায় সিনেট আসনে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত আছেন সেলেব্রেটি চিকিৎসক ড. মেহমেত ওজ এবং রাজ্যের লেফটেন্যান্ট সরকার জন ফ্যাটারম্যান। তবে দ্য রিয়েল ক্লিয়ার পলিটিক্স ওয়েবসাইটের পেলে ওজ ০.১ শতাংশ এগিয়ে আছেন। তবে কোন প্রার্থী বিজয়ী হবে তা স্পষ্ট নয়।
সিনেটের ভবিষ্যৎ বিবেচনায় কিস্টোন রাজ্যে নির্বাচনের আগের সপ্তাহে প্রচারণা চালান মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রজুড়ে ১০ সিনেট আসনে প্রতিযোগিতা হবে। এগুলো বিজয় সিনেট চেম্বারে রিপাবলিকান বা ডেমোক্রেটের ক্ষমতা নির্ধারণের প্রমাণ রাখতে পারে। এরমধ্যে জর্জিয়ার রয়েছে। সেখানে সেন রাফায়েল ওয়ারনক রিপাবলিকান প্রার্থী আমেরিকান ফুটবল তারকা হারসেল ওয়ালকারের চেয়ে ০.৬ শতাংশ এগিয়ে গেছেন।

ডিসি/এসআইকে/এমএসএ