বউ ভাড়া করে দাম্পত্য জীবন চলে যে গ্রামের পুরুষদের

বিচিত্র বিশ্ব ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
এমন একটি গ্রাম আছে, যেখানে ‘ধাদিচা’ রীতি প্রচলিত। এই রীতিতে বউ ভাড়া নেয়ার বিষয়টি গ্রাম্য আইনে বৈধ। এই আইনে ভর করেই গ্রামের পুরুষরা বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান!
রহস্যজনক এই গ্রামটি ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায়। সেখানে দীর্ঘদিন ধরে এমন নিয়ম চলছে। অবশ্য এই কাজে তাদের কোনো আপত্তি নেই। বিষয়টি এখন তাদের কাছে বৈধ। এ প্রথাকে স্থানীয় ভাষায় ‘ধাদিচা’ প্রথা বলা হয়।
স্থানীয় গণমাধ্যমের বাংলা এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বউ ভাড়া নেয়ার বিষয়টি এখন গ্রাম্য আইনে বৈধতা দেয়া হয়। সরকারি স্ট্যাম্পে চুক্তিপত্র করা হয়। উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে। এরপর চুক্তি কার্যকর হয়। বউ নিয়ে আমরা অনেক সময় অনেক শিরোনাম পড়ে থাকি। এবারের শিরোনামটাও এর ব্যতিক্রম নয়। অবাক হলেও সত্যি বউ ভাড়া দেয়া হয় ভারতের একটি রাজ্যে । বিয়ে করা তাদের কাছে বেশ ঝামেলা! কোনো নারীকে বিয়ে করে স্থায়ীভাবে ‘দায়বদ্ধ’ হতে চায় না। তাই বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান গ্রামের পুরুষরা! এমন বিস্ময়কর গ্রাম রয়েছে ভারতে।

ডিসি/এসআইকে/এমএসএ