রাশিয়াকে ‘শিগগির’ ইউক্রেন ছাড়তে বলল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ১৯৩ সদস্যের মধ্যে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ সদস্য।
এছাড়া রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করে। ভোট দেওয়া থেকে বিরত ছিল- ভারত, চীনসহ ৩২টি দেশ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘আজ জাতিসংঘের সাধারণ পরিষদ খুব স্পষ্ট কথা বলেছে। এই ভোট এটাই দেখিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে’।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভালো ও মন্দের মধ্যে’ বেছে নেওয়ার আহ্বান জানানোর দুই দিন পরই জাতিসংঘে প্রস্তাবটি উঠল।
ভোটের পর দিমিত্রো কুলেবা বলেন, ‘সমর্থনটি অনেক বিস্তৃত। এটি শুধুমাত্র একত্রিত হতে থাকবে এবং আরও দৃঢ় হবে’।

ডিসি/এসআইকে/এমএসএ