দুদক জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারে না : বিদায়ী চেয়ারম্যান

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আইনিভাবে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।  সোমবার (৮ মার্চ) সংস্থাটির প্রধান কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

দুদকের সদ্য বিদায়ী এই চেয়ারম্যান বলেন, দুদক এখন নখ দন্তহীন নেই, আইনিভাবে একটি শক্তিশালী প্রতিষ্ঠান।  তিনি আরো বলেন, আমরা সমাজে একটা বার্তা দিতে পেরেছি যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।  ইকবাল মাহমুদ বলেন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো ক্ষেত্রে আপস করিনি। তিনি বলেন, দুদকের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দক্ষ জনবল না থাকা।
দুদকের কাজ নিয়ে জনগণের আকাঙ্ক্ষা যেমন দুদক সেভাবে কাজ করতে পারে না যা সত্য বলেও উল্লেখ করেন ইকবাল মাহমুদ।  তবে দুদক যথেষ্ট শক্তিশালী একটি প্রতিষ্ঠান এবং যতটুকু আইন রয়েছে, তার মধ্যে থেকেই দুদক অনেক কাজ করতে পারে বলে জানান তিনি।
দুদকের ওপর সরকারের কোনো চাপ নেই উল্লেখ করে বিদায়ী চেয়ারম্যান বলেন, গত ৫ বছরে দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুদক সর্বোচ্চ চেষ্টা করেছে।  কারো ক্ষমতা ও প্রভাবের কাছে দুদক নতি স্বীকার করেনি।

ডিসি/এসআইকে/এমএসএ