নারী পাচার মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভানের জামিন

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বিদেশে নারীপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
রোববার (২০ মার্চ) হাইকোটের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।  এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেয়ার নামে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে আটক করা হয়।
তিনি আরও জানান, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারীপাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারীপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।  এদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের নাম বলেন।  সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে।  এ চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে যেতেন।  পরে এদের মধ্য থেকে কয়েকজনকে রেখে আসতেন এমন অভিযোগ রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
এরপর গত ২১ সেপ্টেম্বর ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠানো হয়।  রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।  সংশ্লিষ্টরা জানান, চক্রটি মূলত নৃত্যকেন্দ্রিক।  কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এ চক্রের সঙ্গে জড়িত।  তারা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে কাজ দেয়ার নামে দুবাই পাঠাচ্ছিলেন।  পরে দুবাইয়ের হোটেল ও ড্যান্সবারে তাদের যৌনকর্মে বাধ্য করতেন।
সিআইডি জানায়, গত বছরের ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ।  ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।  উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স সংগঠন পরিচালনা করেন।  বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল।  ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

ডিসি/এসআইকে/এমএনইউ