চট্টগ্রামে প্রায় ১২ লক্ষ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৫৪ লক্ষ নতুন বই বিতরণ

“প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বই উৎসবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে”  

চট্টগ্রামে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।                                     ছবি : দৈনিক চট্টগ্রাম

==========================================================================================

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বছরের প্রথম দিন সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া বিরাট সাফল্য।অতীতের কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেননি।মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিগত এক দশকে বই উৎসবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা’।

আজ বুধবার (১ জানুয়ারি)বেলা ১১ টায় বন্দর নগরীর জামালখানস্থ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বরেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।  ছবি : দৈনিক চট্টগ্রাম
এদিকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে প্রায় ২ কোটি ৩ লক্ষ বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেয়া হচ্ছে।ভালোভাবে বই পড়ে ও যত্ন নিয়ে স্কুল শিক্ষার্থীদেরকে দেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি সম্পর্কে জানাতে পারলে দেশপ্রেম জাগবে এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে উৎসবে শামিল অতিথিবৃন্দ মন্তব্য করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন।শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সরকারি বিনামূল্যের বই তুলে দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেন।

নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।   ছবি : দৈনিক চট্টগ্রাম

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন দৈনিক চট্টগ্রামকে জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থী নতুন বই পাবে।মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।