চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৮০.৫০ শতাংশ, জিপিএ-৫ কমেছে

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭৪ হাজার ৩২ পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২১ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। ওই বছর ৮৯ হাজার ৬২ শিক্ষার্থী পাস করে এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১৩ হাজার ৭২০ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। এ সময় বোর্ড সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৬৭টি কলেজের ৯৩ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী ছিলেন। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৯১ হাজার ৯৬০ জন। এরমধ্যে পাস করেছেন ৭৪ হাজার ৩২ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। মোট ৪৭ হাজার ৫৪০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৮২ দশমিক ৯২ শতাংশ পাস করেছেন।
অন্যদিকে ৪৪ হাজার ৪২০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে ৭৭ দশমিক ৯২ শতাংশ পাস করেছেন। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। পরীক্ষায় ৭ হাজার ১০৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৪ জন।

ডিসি/এসআইকে/আরএআর