মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে আজ সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকাল ৪ টায় গণভবনে তিনি এই সংবাদ সম্মেলনে আসেন। সংবাদ সম্মেলনে তিনি তার ত্রিদেশীয় সফর নিয়ে প্রথমে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে তার সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনই সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীতের বেতন বাড়ানোর পদক্ষেপ নেব’।

ডিসি/এসআইকে/এমএসএ