৩ ফেব্রুয়ারি শুরু এসএসসি পরীক্ষা

মো. ইমতিয়াজ আহমেদ >>> 
আগামি ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় নগরের শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রধানমন্ত্রীর দেওয়া দশটি স্কুল বাসে যাতায়াত করার সুবিধা পাবে।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য দু’টি রুটে নতুন করে বাস যাতায়াতের সময়সূচি বিন্যাস করা হয়েছে।
জানা গেছে, ১নং রুটে সকাল ৮ টায় বহদ্দারহাট–মুরাদপুর–নিউমার্কেট, ৮:১৫ মিনিটে বহদ্দারহাট–বাদুরতলা–নিউমার্কেটে দু’টি বাস যাতায়াত করবে। সকাল ৮ টায় নিউমার্কেট থেকে বহদ্দারহাট যাতায়াত করবে। পরীক্ষা শেষে দুপুর ১ টা ১০ মিনিটে নিউমার্কেট–মুরাদপুর–বহদ্দারহাট, ১:২০ মিনিটে নিউমার্কেট–বাদুরতলা–বহদ্দারহাট রুটে দু’টি বাস এবং ১:০৫ মিনিটে বহাদ্দারহাট থেকে নিউমার্কেট একটি বাস যাতায়াত করবে।
অন্যদিকে ২নং রুটে সকাল ৮:১৫ মিনিটে পর পর দু’টি বাস অক্সিজেন থেকে আগ্রাবাদ ও ৮ টায় আগ্রাবাদ থেকে অক্সিজেন একটি বাস যাতায়াত করবে।
পরীক্ষা শেষে দুপুর ১:১০ ও ১:২০ মিনিটে পর পর দু’টি বাস আগ্রাবাদ থেকে অক্সিজেন ও ১:০৫ মিনিটে একটি বাস মুরাদপুর থেকে আগ্রাবাদ যাতায়াত করবে।
মোস্তাক মুহাম্মদ তানভীরের এসএসসি পরীক্ষা কেন্দ্র চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। তিনি বলেন, মুরাদপুর থেকে কেন্দ্রে যাতায়াতে অটোরিকশাই আমাদের ভরসা। এজন্য গুণতে হবে মোটা অংকের ভাড়া। তাছাড়া পুরো পরীক্ষার জন্য ভাড়া করা সিএনজি যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এবারের এসএসসি পরীক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের যাতায়াত টেনশন দূর করবে বাস সার্ভিস।
শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া দশটি দ্বিতল স্কুল বাস ২৫ জানুয়ারি উদ্বোধনের পর পাঁচ টাকা ভাড়ায় বিদ্যালয়ে যাতায়াত করছে নগরের শিক্ষার্থীরা। ৭৫ আসনবিশিষ্ট প্রতিটি দ্বিতল বাসে রয়েছে ছয়টি সিসি ক্যামেরা, চারজন করে হেলপার এবং ভাড়া আদায়ের জন্য সততা কাউন্টার। ফলে শিক্ষার্থীরা দুর্ভোগ ছাড়াই কম খরচ ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করছে।

ডিসি/এসআইকে/এমইএ