মাস্ক পরছেন, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন তো?

লাইফস্টাইল ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
গত চার মাস থেকে দেশে করোনা আতঙ্ক বিরাজ করছে।  এদিকে বিশ্বের বড় বড় দেশগুলো করোনা প্রতিষেধক বের করার অপ্রাণ চেষ্ট করেও এখন পর্যন্ত সফল হতে পারেনি।  তবে কোভিড লড়াইয়ে এখন মোক্ষম অস্ত্র মাস্কের ব্যবহার।  কিন্তু মাস্ক পরে অন্য কোভিড স্বাস্থ্যবিধি না মানলে সবটাই পানিতে যাবে।  যারা মাস্ক পরছেন তারা কি বাকি স্বাস্থ্যবিধি মেনে চলছেন?
এই নিয়েই সমীক্ষা চালিয়েছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও কিংস কলেজের গবেষকরা।  আর সেখানেই মন ভালো করা ফল পাওয়া গেছে।  বিএমজে অ্য়ানালিসিস জার্নালে প্রকাশিত ফল অনুযায়ী, তাদের গবেষণার বিষয় ছিল স্বাস্থ্যর ক্ষেত্রে মানুষ ঝুঁকির সাথে কেমন তাল মেলাচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই মাস্ক ব্যবহারের কথা বলছে।  সেক্ষেত্রে সাধারণ জনগণ কি শুধুই মাস্কের জোরে বেঁচে থাকতে গিয়ে অন্য স্বাস্থ্যবিধি মানছেন না?  তবে প্রফেসর ডেম থেরেসার নেতৃত্বে ক্যামব্রিজের এই গবেষণা দল ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট’ বলছে যারা মাস্ক পরছেন তারা অন্য স্বাস্থ্যবিধি অবহেলা করছেন না।  যারা মাস্ক পরছেন তারা হাত ধোয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলছেন।
গবেষণা বলছে, অনেক ক্ষেত্রে ঝুঁকি অনুযায়ী জীবনযাত্রায় বদল আসে।  সেই বিষয়টি ‘রিস্ক কম্পেনসেশনের’ সাথে যুক্ত।  একটি নির্দিষ্ট ঝুঁকিমাত্রা পর্যন্ত মানুষের জীবনযাপনে বদল আসে না।  তারপর ঝুঁকির মাত্রা অনুযায়ী বদল ধরা পড়ে।  তবে যারা স্বাস্থ্য সচেতন হয়ে মাস্ক পরছেন তাদের বেশির ভাগই অন্য স্বাস্থ্যবিধি মেনে চলছেন।  যা করোনা প্রতিরোধে সাহায্য করবে।

ডিসি/এসআইকে/এমএসএ