বিশ্বের সবচেয়ে বড় ফুল ইন্দোনেশিয়ায়!

র‌্যাফ্লেসিয়া প্রজাতির এই ফুলটিকে এখন বিশ্বের সবচাইতে বড় ফুল হিসেবে দাবি করা হচ্ছে।

লাইফস্টাইল ডেস্ক

বিশ্বের সবচাইতে বড় ফুল ইন্দোনেশিয়ায়- এমন দাবি করেছেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। এটি র‌্যাফ্লেসিয়া প্রজাতির একটি ফুল। পৃথিবীতে এখনও পর্যন্ত র‌্যাফ্লেসিয়া-র ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে। ২৮ টির মধ্যে একটি প্রজাতি হলো ‘র‌্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি। এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি ফুল র‌্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল, যার ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এভার ভেঙে দিল এবারের ফুলটি।

র‌্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়। এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‌্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। ঊনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।

ডিসি/এসআইকে/ডে