গানের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর : প্রধানমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
জনপ্রিয় কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।  প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ৬৫ বছর বয়সে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবধারিত মৃত্যুবরণ করেন এই শিল্পী।  টানা ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিলেও দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসকেরা তাঁর আর কোনো চিকিৎসায় হবে না বলে জানান।  মৃত্যু অবধারিত জেনে নিজ দেশেই মরতে চান বলে অভিপ্রায় জানান তিনি।  এরপর গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর।  তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।  গতকালও দর্শকদের জন্য নিজের না বলা কথা স্ত্রীকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।  তার মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে এবং কোনো অসত্য সংবাদ না ছাপাতে অনুরোধও করেন।  কিন্তু সত্যি সত্যিই তার একদিন পর না ফেরার দেশে পাড়ি জমালেন এই চিরসবুজ শিল্পী।

ডিসি/এসআইকে/এমএসএ