নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেন, নূরের বিরুদ্ধে মামলা হয়েছে।  পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে।  যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে।  আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে আটক করা হয়।  ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়।  এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।  এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।
গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন।  মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।  তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ