জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী শ্রদ্ধা জানিয়েছেন।  শুক্রবার (০৯ অক্টোবর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বরে পৌঁছানোর পর শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  এরপর একাত্তরের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ভারতীয় হাইকমিশনার।
পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।  এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ আগস্ট বিক্রম কুমার দোরাইস্বামীকে ঢাকায় দিল্লির নতুন দূত হিসেবে নিয়োগ দেয়।  ঢাকায় নিযুক্ত সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

ডিসি/এসআইকে/এমএসএ