পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির বৈঠক

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।  বৈঠকটি চলে ঘণ্টাব্যাপী।  সেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের সঙ্গেও বৈঠক হতে পারে।  পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে যাবেন জন কেরি।  ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন।

মূলত, ওয়াশিংটন আয়োজিত ভার্চ্যুয়াল ক্লাইমেট সামিটে মার্কিন প্রেসিডেন্টের তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ বিষয়ক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করতে এসেছেন তিনি।  চারদিনের সফরে গত মঙ্গলবার দিল্লি আসেন জন কেরি।  ভারত সফর শেষে তিনি বাংলাদেশে এলেন।
তার ঢাকা সফরটি সংক্ষিপ্ত হলেও বিদ্যমান বিশ্বপরিস্থিতি বিবেচনায় তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা মানছেন সবাই।
উল্লেখ্য, আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে জন কেরি ঢাকায় পৌঁছান।  পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

ডিসি/এসআইকে/এমএসএ