প্রথম পদ্মাসেতুর উদ্বোধনের পরই দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ শুরু : ওবায়দুল কাদের

ফাইল ছবি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
প্রথম পদ্মাসেতুর উদ্বোধনের পরই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বপ্নের প্রথম পদ্মাসেতুর নির্মাণকাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। এ শান্তি বিনষ্ট করতে বিএনপি এখন উঠেপড়ে লেগেছে। বিএনপির কাজই হলো শুধু ষড়যন্ত্র করা। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম সভাপতিত্ব করেন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএসএ