ত্রিপুরায় সমাহিত মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
১৯৭১ সালে নিহত যেসব মুক্তিযোদ্ধাকে পশ্চিমবঙ্গ ত্রিপুরায় দাফন করা হয়েছে, তাদের কবর ও দেহাবশেষ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কবর শনাক্ত ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে করোনাকালে এ সংক্রান্ত কাজ পিছিয়েছে। করোনা সংক্রমণ আরেকটু কমে গেলে আমি নিজে গিয়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো’।
এরপর মুক্তিযোদ্ধাদের শনাক্ত এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন আসাদুজ্জামান খাঁন কামাল।

ডিসি/এসআইকে/এমএসএ