বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট’র

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
তিনদিনের জন্য ঢাকা সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফায়সাল নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃস্বার্থ প্রচেষ্টাই বাঙালি জাতির স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল।  বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে আরও ভালোভাবে জানা বুঝার সুযোগ পেয়ে তিনি সমৃদ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।
আজ সোমবার (২২ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ পুরাতন সড়কস্থ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ওই অঙ্গনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনদিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে তার সফরে।  প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী আলাদা আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট নাসিমের সঙ্গে বৈঠক করবেন।  মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শাম্স গতকাল বলেন, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে মালদ্বীপের আলাদা গুরুত্ব রয়েছে।
সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ সলিহ’র বৈঠক হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ঢাকা সফর করছেন। তার সফরে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ বিষয়েও আলোচনা হবে। কোভিড সহায়তার অংশ হিসেবে চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশের একটি মেডিকেল টিমকে মালদ্বীপ পাঠানো হয়েছিল। তারা খুব ভালো সহযোগিতা দিয়েছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশ-মালদ্বীপ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে চলমান সফরে বিস্তৃত আলোচনা হবে। সফরকালে ভাইস প্রেসিডেন্ট নাসিম ঢাকায় একটি নার্সিং ইনস্টিটিউট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করবেন বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এমএসএ