আগামি নির্বাচনে সব দলই অংশ নেবে : শিক্ষামন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
আগামি নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ-নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে, আর তাতে বিএনপিসহ সব দলই অংশ নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই তার একমাত্র পথ।  বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা নাই মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে।  গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল, আমরা আশা করি তারা এবারও আসবে।
ডা. দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনোদিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি।
এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়।  পরে গার্ড অব অনার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি নজরুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
পরে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখান উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  এরপর বিশ্ববিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনসহ সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা. দীপু মনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।
রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।

ডিসি/এসআইকে/এমএসএ