নতুন বিভাগ মেঘনা-পদ্মা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
বাংলাদেশে আরো ২টি বিভাগ হতে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়ীয়া নিয়ে মেঘনা বিভাগ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলা নিয়ে পদ্মা বিভাগ।  যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বর্তমানে দেশে ৮টি বিভাগ রয়েছে।  সেগুলো হচ্ছে- চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
পদ্মা বিভাগের বিভাগীয় শহর করা হচ্ছে ফরিদপুরকে।  অন্যদিকে মেঘনা বিভাগের বিভাগীয় শহর হিসেবে রাখা হচ্ছে কুমিল্লাকে।  যদি এই দুইটি বিভাগ ঘোষণা করা হয় তাহলে দেশে বিভাগের সংখ্যা হবে মোট ১০টি।

ডিসি/এসআইকে/আইএস