চাকরি যেতে সময় লাগবে না : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান

 

দুদক চেয়ারম্যান

দৈনিক চট্টগ্রাম ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের কর্মীদের হুঁশিয়ার করে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আপনারা তদবির বা ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন। অপকর্মে জড়িয়ে পড়বেন না। মনে রাখবেন, চাকরি যেভাবে পেয়েছেন, তা হারাতেও সময় লাগবে না’। বুধবার (১ জানুয়ারি) দুদকে নতুন যোগ দেওয়া কর্মচারীদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ইকবাল মাহমুদ। বৃহস্পতিবারের (২ জানুয়ারি) ওরিয়েন্টশনে তিন ক্যাটাগরিতে নিয়োগ পাওয়া ২৯ জন কর্মচারী প্রশিক্ষণ নিচ্ছেন।

কর্মীদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার তদবির বা দুর্নীতির পথ রুদ্ধ করে রাখা হয়েছে। যেভাবে ঘুষ-দুর্নীতি-তদবির ছাড়া চাকরি পেয়েছেন, এরপর কেউ যদি অপকর্ম করেন সেই অপকর্মের কারণে চাকরিচ্যুত করার পর তদবিরে কোনো কাজ হবে না। প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয় বারের জন্য কোনো সুযোগ পাবেন না’।

তিনি বলেন, ‘যে কারও দায়িত্বের শৈথিল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আমরা সবাই ২৪ ঘণ্টার জন্যই কর্মে নিয়োগপ্রাপ্ত। তাই গভীর রাতে অভিযানে যেতে পারব না- এমন আচরণ করার কোনো সুযোগ নেই। যখন নির্দেশনা আসবে ঠিক তখনই যেতে হবে। এই প্রতিষ্ঠানের কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনো সুযোগ নেই। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে, চাকরি হারাতে হবে’।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান, মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল বক্তব্য দেন।