ঢাকা সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি, এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি থেকে

ঢাকা ব্যুরো>>>
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের অবরোধ-অনশনের কর্মসূচি দেয়ার ৩ ঘন্টার মধ্যে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। নির্বাচন পেছানোর তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কমিশন। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-অনশনের পর ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টার পর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামি ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। সরস্বতী পূজার কারণে ওই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও ভোট পেছানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগেরও কোনো আপত্তি নেই বলে শুক্রবার জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডিসি/এসআইকে/এমএসএ