পুলিশের আইজি হলেন বেনজিন, র‌্যাবের ডিজি মামুন

বেনজির আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজি) হিসেবে নিযুক্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) ড. বেনজির আহমেদ। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। আগামি ১৫ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের ৩০তম আইজি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
র‌্যাবের বর্তমান মহাপরিচালক বেনজির আহমেদ এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

ডিসি/এসআইকে/এমএসএ