কক্সবাজার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ফারুক রিয়াদ, কক্সবাজার থেকে >>>
পর্যটন জেলা কক্সবাজারের স্থানীয় দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়িদ আলমগীরকে সাধারণ সম্পাদক করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।  যুগ যুগ ধরে চলে আসা নির্যাতিত নিপীড়িত পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায় ও ন্যায় বিচারের স্বার্থে প্রতিটি জেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কক্সবাজার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক চট্টগ্রামকে জানান, এটা তো দেশব্যাপী গড়ে ওঠা ঐক্যবদ্ধ একটি প্লাটফর্ম।  আপাতত স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ আর নীতি নৈতিকতা, সর্বোপরি নিরাপত্তা নিয়ে সরব থাকতে চেষ্টা করবো।  একইসাথে কেন্দ্রীয় সিদ্ধান্ত পরামর্শ অনুসরণ করবো। অবশ্যই ভালো কিছু হবে।  অন্ততপক্ষে বিক্ষিপ্তভাবে থাকা কিছু সংবাদকর্মী একজোট হতে পারবে।  এটাই বা কম কিসে? তাছাড়া সারাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হচ্ছেন।  আমাদেরকে একত্রিত হয়ে একে অন্যের পাশে দাঁড়ানো উচিৎ।  আর এটিই হবে তার সর্বোত্ম জায়গা।  আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে (বিএমএসএফ), নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য।

ডিসি/এসআইকে/এফআর