খুলশী থানা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের তিনদিনের কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী লীগ খুলশী থানা ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের যৌথ উদ্যোগে তিনদিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ আসর ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মসজিদসমূহে মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
১৭ আগস্ট আমবাগানস্থ সংগঠনের কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ২৫ আগস্ট টাইপাস সন্ধানী সংঘ মাঠে বিকাল ৫ টায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।
১৫ আগস্টের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল হক, আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মজুমদার, মো. নোফেল আহমেদ, শেখ দেলোয়ার হোসেন, মহানগর যুবলীগ নেতা মাসুদ রেজা, রতন মল্লিক, অধ্যাপক কাজী মো. মজিবুর রহমান মুজিব, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, মহিলা সম্পাদক আয়শা আক্তার পান্না, দপ্তর সম্পাদক এবিএম আকরামুল হক, সহ-প্রচার সম্পাদক আব্দুল হান্নান হীরা, যুবলীগ নেতা মো. নজরুল ইসলাম মিয়াজী, মো. শামসুদ্দিন শামসু অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তির

ডিসি/এসআইকে/এমএনইইউ