দক্ষিণ কাট্টলীতে করোনার টিকার নিবন্ধন কার্যক্রম স্পৃহার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি’র উদ্যোগে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে স্থানীয় তৃণমূল জনগোষ্ঠীকে করোনা থেকে সুরক্ষাকল্পে সম্পূর্ণ বিনামূল্যে টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।  শুধু নিবন্ধন নয়, নিবন্ধনের পরে টিকা কার্ডটিও বিনামূল্যে প্রিন্ট করে দিচ্ছে তারা।
শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে স্থানীয় আব্দুর পাড়াস্থ চিটাগাং শাহ্ স্কুল অ্যান্ড বিএম কলেজ ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকা নিবন্ধনের এই বিশেষ ক্যাম্প শুরু হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ইদ্রিস আলম মনা।  এসময় উপস্থিত ছিলেন স্পৃহা’’র উপদেষ্টা ডা. জিতেন চন্দ্রশীল, প্রবাল ভট্টাচার্য, ইকবাল হোসেন, সহ-সভাপতি মো. মোরশেদ, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন সিয়াম, অর্থ সম্পাদক মো. শাহ আলম, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিন, নির্বাহী সদস্য বাবলু দেবনাথ, আমিনুর রসুল বাপ্পো, মো. মোস্তাফিজ, মো. আল আমিন, সেলিম সিদ্দিকী, আব্দুল মান্নান মাস্টার, মো. তুহিন, হাসান মুরাদ প্রমুখ।
প্রথমদিন প্রায় তিন শতাধিক ব্যক্তিকে নিবন্ধনের আওতায় আনে সংগঠনটি।  তাদের প্রতিজনের টিকা কার্ডটিও প্রিন্ট করে বুঝিয়ে দেয়া হয় টিকাদানের নিয়ম-কানুন।  এই কার্যক্রম এক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জমির আলম।
উল্লেখ্য সংগঠনটি দিনমজুরদের, পথবাসী, বস্তিবাসীদের মাঝে খাবার বিতরণ, লকডাউনে বিশেষ সহায়তা কার্যক্রম এবং শতাধিক স্বেচ্ছাসেবকের নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে মূমুর্ষ রোগীদের রক্তদান করে থাকে।  মানুষের জীবন বাঁচানোর নানান মানবিক কাজে সম্পৃক্ত সংগঠনটি।

ডিসি/এসআইকে/আরএআর