বাঁশখালীতে সংশপ্তক পীস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, কর্ণফুলী উপজেলায় ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িতব্য সংশপ্তক – পিস প্রকল্পের আয়োজনে ‘উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ১০ অক্টোবর,২০২১ বাশখালী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষণ হল, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণের শুরুতে বাঁশখালী থানার প্রতিনিধি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংশপ্তক এর ভূয়সী প্রশংসা করেন এবং দি এশিয়া ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বাঁশখালী থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো বেশী জোরদার করার বিষয়ে আশ্বাস প্রদান করেন । অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ এর চট্টগ্রামে নিয়োজিত প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন, সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, সংশপ্তক পিস প্রকল্পের ট্রেনিং অ্যান্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী, চন্দনাইশ সংশপ্তক-পিস প্রকল্প উপজেলা সমন্বয়কারী রানা চৌধুরী, বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মো. সাইফুদ্দিন চৌধুরী , সংশপ্তক-পিস প্রকল্পের বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মো. সাইফুদ্দিন চৌধুরীর সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান।
প্রশিক্ষণে বাশঁখালী উপজেলার বাঁশখালী পৌরসভার ৪ ও ৯নং ওয়ার্ন্ডের,গন্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড, শীলকূপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড , সরল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, বৈলছড়ি ৮ কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৪ জন সদস্য (১৮ জন পুরুষ ৬ জন মহিলা )অংশগ্রহণ করেন।

ডিসি/এসআইকে/আরএআর