চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ সভায় বক্তারা “জাতীয় চারনেতার আত্মত্যাগ দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে”

জাতীয় চারনেতার প্রয়াণ দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণালোচনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ।

বিজ্ঞপ্তির সংবাদ : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জেল হত্যা দিবস তথা জাতীয় চারনেতার প্রয়ান দিবস পালন উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরীর কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। প্রধান আলোচক ছিলেন লেখক মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, ছড়াকার মোদাচ্ছের আলী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, গীতিকার মো. লিপটন, কবি সজল দাশ, লেখক নাছির হোসাইন জীবন, মো. ফিরোজ, আবৃত্তি করেন সোমা মুৎসদ্দী, শাহীন, ফেরদৌসী, শবনম ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, হানিফ চৌধুরী, জনি বড়ুয়া, নিলয় দে প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন মাওলানা কেএইচএম তারেক। সভার শুরুতে জাতীয় চারনেতা স্মরণে দোয়া ও মুনাজাত করেন মাওলানা কেএইচএম তারেক। সভায় বক্তারা বলেন, পাকিস্তানের পেতাত্মারা সেদিন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেই ক্ষান্ত হননি। তারা বঙ্গবন্ধুর মূল কান্ডারী জাতীয় চার নেতাকেও ১৯৭৫ সালে কারাগারের অন্ধকার প্রকোষ্ট নির্মমভাবে হত্যা করেছে। এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে একটি বর্বরতম ও জঘন্য হত্যাকান্ড। সভায় বক্তারা জাতীয় চারনেতা হত্যার সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। জাতীয় চারনেতার ইতিহাসকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান স্থাপনার জোর দাবি জানান তারা।