পতেঙ্গায় হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদ কমিটির প্রতিবাদ সভা

পতেঙ্গা পশ্চিম মুসলিমাবাদে হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদ কমিটির প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী মো. নুরুল আবছার।

 

বিজ্ঞপ্তির সংবাদ : নগরীর পতেঙ্গা পশ্চিম মুসলিমাবাদ এলাকায় হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় এলাকায় কিশোর গ্যাংদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়। হাজী মো. নুরুল আবছারের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির উপদেষ্টা মো. ফোরকানের সঞ্চালনায় সভায় এলাকায় স্কুল-কলেজে পড়–য়া মেয়েদের ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত কিশোর গ্যাং এবং তাদের বন্ধু সংগঠন ৪টি ক্লাবের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, কিশোর গ্যাং নামে পরিচিত ওই সংগঠনের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় বাড়িওয়ালা ও এলাকাবাসীকে ফাঁসাতে গভীর রাতে সংগঠনের সদস্যরা নিজেদের অফিস ভাঙচুর করে। এতে বাড়ির জমিদার, মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী হতবাক হয়ে যায়। বিগত ৫ মাস আগে ফাতেমা বেগমের কাছ থেকে ঘরটি ভাড়া নেওয়ার পর কিশোর গ্যাংয়ের অত্যাচার বেড়ে যায়। প্রতিবাদকারীরা বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ৩০ অক্টোবর পতেঙ্গা থানায় অভিযোগ (নং-১৯৯৬) এবং ১ নভেম্বর সাংসদ এম এ লতিফকে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা অবিলম্বে এলাকার কিশোর গ্যাং ও তাদের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান। এতে বক্তব্য রাখেন কমিটির সভাপতি হাজী নুরুল আলম, হাজী জাফর আহমেদ, মো. আবদুল্লাহ, বাদশা সওদাগর, মো. লোকমান, মো. আলম, মো. আবু তাহের, মো. খোকন, হাজী ইসমাইল হোসেন, জাহাঙ্গীর ড্রাইভার, মো. ইমন, মো. বোরহান, কহিনুর আকতার, ফাতেমা বেগম প্রমুখ।