আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতা নারীর ক্ষমতায়নের প্রধান ভিত্তি : হাসিনা মহিউদ্দিন

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিনা মহিউদ্দিন।

বিজ্ঞপ্তির সংবাদ : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নারীর ক্ষমতায়ন উদ্যোগ’ শুধু স্বপ্ন নয়, বাস্তবের সঠিক প্রতিফলন। এর ভিত্তিকে অধিকতর সুদৃঢ় এবং আনুভূমিক করতে নারীদের স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর হিম্মত অর্জন করতে হবে; তা হলেই পরিবারে, সমাজে ও রাষ্ট্রে স্বাবলম্বী নারীদের মতামত গ্রহণযোগ্যতা পাবে এবং করুণা, অনুকম্পা ও বৈষম্য থেকে মুক্ত হয়ে নারী মানুষ হিসেবে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে সম্মান, স্বীকৃতি ও মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হবে। এটাই হলো নারীর ক্ষমতায়নের প্রধান ভিত্তি।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূলস্তরে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে চলমান বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম ওমেন চেম্বারের সহায়তায় এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং তাদের মনোনীত প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করছেন। বিনামূল্যে পরিচালিত স্বল্প মেয়াদী এই সেলাই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের পরীক্ষায় যাচাই-বাছাই করে উত্তীর্ণদেরকে চট্টগ্রাম ওমেন চেম্বার সনদপত্র প্রদান করবে এবং উত্তীর্ণদের মধ্যে সেরা তিনজনকে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কার হিসেবে সেলাই মেশিন প্রদান করা হবে।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ওমেন চেম্বারের সহ-সভাপতি আবিদা মোস্তফা, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, চট্টগ্রাম ওমেন চেম্বারের নিশাদ ইমরান, মহানগর মহিলা আওয়ামী লীগের হোসনে আরা বেগম, জেবুন্নেছা চৌধুরী, দিলরুবা, চট্টগ্রাম ওমেন চেম্বারের মুশতারি মোরশেদ স্মৃতি, সোনিয়া ইদ্রিচ, সানিয়া কবির সানি প্রমুখ।