স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি’র ৯ম বর্ণাঢ্য বর্ষপূর্তি উদযাপন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
বর্ণাঢ্য আয়োজনে ‘মানবতার শ্রেষ্ঠদান, স্বেচ্ছায় রক্তদান’ স্লোগানে প্রতিষ্ঠিত স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি’র ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। জমকালো আয়োজন আর চট্টগ্রামের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতিতে এই বর্ষপূর্তির অনুষ্ঠান সম্পাপ্ত হয়। একই অনুষ্ঠানে গঠন করা হয় সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদও।
গত শনিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর পোর্ট কানেকটিং সড়কের নয়া বাজার বিশ্বরোডস্থ একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয় পুরো আয়োজন। স্পৃহা’র নির্বাহী সদস্য নুরুল ইসলাম নাহিদ ও রুবেল কুমার শীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লে. জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুর্পণা দে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক এনেসথেসিওলজিষ্ট, ডা. সুবীর বড়ুয়া ও সংগঠনটির উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টাবৃন্দ।
সভায় বক্তারা স্পৃহার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগকে স্বাগত জানান।
সবশেষে কেক কেটে ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ডিসি/এসআইকে/আরএআর