অদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব উপরক্ষে প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তির >>>
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী উত্তর কাট্টলীর স্বনামধন্য সঙ্গীত বিদ্যালয় অদিতি’র উনবিংশ বর্ষপূর্তিতে মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদন করে তিন দিনব্যাপি বসন্ত উৎসবের প্রস্ততি সভা কাট্টলী আইডিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে টিম কাট্টলীর প্রতিনিধি জামিউল ইসলাম মামুনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অদিতি’র প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়, শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, শিপু বিশ্বাস, সজল দে, সাংবাদিক জুয়েল শীল, ডা. কিশোর আচার্য্য, দিলিপ কুমার সুত্রধর, মিন্টু ভট্টচার্য্য, অজেশ আচার্য্য, সান্টু মজুমদার, মো. কামরুল ইসলাম।
সভায় আগামি ৪, ৫ ও ৬ মার্চ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও তিন দিনব্যাপি এই বসন্ত উৎসব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবে থাকবে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, দলীয় যন্ত্র সংগীত, জাদু, নাটক, মঙ্গল শোভাযাত্রা, লাইভ আর্ট ও নানাবিধ আয়োজন।
বক্তরা বলেন, অদিতি’র বসন্ত উৎসব কাট্টলীর সর্বস্তরের মানুষের প্রাণের উৎসব। এই উৎসব এই অঞ্চলের মানুষের একটি মিলন উৎসব। সভায় অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন রাসেলকে আহ্বায়ক, সাংবাদিক জুয়েল শীলকে সমন্বয়ক ও ডা. কিশোর আচার্য্যকে সদস্য সচিব করে ৫১ সদস্যের একটি উৎসব উদ্যাপন কমিটি গঠিত হয়।

ডিসি/এসআইকে/এসজেপি